Advertise

গোয়াইনঘাট প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৯ ২০:৫১

গোয়াইনঘাটে মেশিন দিয়ে ধানকাটার উদ্বোধন

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেল ৩ টায়  উপজেলা ডৌবাড়ি ইউনিয়নে উৎসবের উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক হোসাইন ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আছলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, তথ্য প্রযুক্তির এ যুগে সব ধরণের সেবা মানুষের দোরগোড়ায় চলে এসেছে। দেশ এগিয়েছে, দেশের চাষাবাদের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।  ধান রূপণ, কাটা, মাড়াই, করা থেকে শুরু করে প্রায় সব কিছুতেই কাস্তে-মাড়াই ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে এখন থেকে আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে মেশিন দিয়ে করা হচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে কৃষিখাতকে আরও আধুনিক ও ডিজিটাল করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত