সুনামগঞ্জ প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০১৯ ১৬:০০

বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক প্রমুখ।

বক্তারা বলেন, দেশে এখন নারীরা এগিয়ে যাচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসতে হবে। বেগম রোকেয়া দিবসে নারীদের এগিয়ে আসার শপথ নিতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত