বাহুবল প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৮

বাহুবলে মাতালের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলে মদ খেয়ে মাতলামির অভিযোগে বশির আহমেদ (২৭) নামের এক ইটভাটা শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টপার হিমেল রিছিল এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরশপুর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে ও বাহুবল উপজেলার মেট্রো ব্রিকসের শ্রমিক।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মিরপুর বাজার বিশ্ব রোডে অবস্থিত বনফুল কনফেকশনারির সামনে ইটভাটা শ্রমিক বশির আহমেদ মদ খেয়ে মাতলামি করতে থাকেন। পরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বাহুবল মডেল থানা পুলিশ তাকে আটক করে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টপার হিমেল রিছিলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত মাতালকে বুধবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত