বড়লেখা প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০১৯ ১৮:৩৫

বড়লেখায় বাল্যবিবাহ ঠেকালেন ইউপি চেয়ারম্যান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের একটি গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রীর (১৫) বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার গোপনে বিয়ের প্রস্তুতি নেওয়া হয়েছিল এই কিশোরীর। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ছাত্রীর বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে ইউনিয়নের একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর (১৫) সাথে একই গ্রামের এক যুবকের (২২) বিয়ের আয়োজন করা হয়েছিল। স্থানীয়ভাবে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশকে বাল্যবিবাহ ঠেকানোর নির্দেশ দেন। পরে গ্রাম পুলিশ ওই বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

এ ব্যাপারে উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করেছি। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে অভিভাবকদের বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত