গোলাপগঞ্জ প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০১৯ ২১:২৭

‘গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আদর্শ মানুষ হওয়া সম্ভব নয়’

গোলাপগঞ্জে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রত্যেকের মধ্যে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন থাকতে হবে। আলোকিত মানুষের মাধ্যমেই আলোকিত সমাজ গড়া সম্ভব। গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আদর্শ মানুষ হওয়া সম্ভব নয়। নৈতিক শিক্ষা আমাদের জন্য খুবই প্রয়োজন। শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের শিক্ষা লাভের পাশাপাশি নৈতিক শিক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক অভিভাবকসহ সচেতন নাগরিক সমাজের গুরু দায়িত্ব রয়েছে।’

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার বারকোটস্থ আছিয়া-কুতুব ফাউন্ডেশন প্রাঙ্গণে প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরষ্কার ও গুণীজন সম্মাননা প্রদান উপলক্ষ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেছেন, ‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে কাজ করা। আছিয়া-কুতুব ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার কল্যাণে যে কাজ করা হচ্ছে তা সারাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান বলেছেন, ‘আছিয়া-কুতুব ফাউন্ডেশন সমাজে ভালো কাজ করে আমাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক আমরা যে পেশাতেই থাকি না কেন সবার মধ্যে মানবতার কল্যাণে কাজ করার মনোভাব থাকতে হবে। মনে রাখতে হবে সম্পদ শুধু নিজের জন্য নয়, সম্পদ যেন সমাজের কাজে লাগে। মানুষ দানের মাধ্যমে অমরত্ব লাভ করতে পারে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাওছার আহমদ বলেছেন, ‘গোলাপগঞ্জ একটি সমৃদ্ধ জনপদ, এ জনপদের সু-সন্তানদের কারণে আজ আমরা দেশে বিদেশে গর্ববোধ করতে পারি। সুরমা-কুশিয়ারা নদী বিধৌত এ জনপদের ভূবৈচিত্র সত্যিই সৌন্দর্যে ভরপুর।’ আছিয়া-কুতুব ফাউন্ডেশন গোলাপগঞ্জের ঐতিহ্যকে আরও বিকশিত করছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

এ সময় প্রধান বক্তা সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘অর্থের সঙ্গে মানব সেবার ইচ্ছা থাকলে সমাজে অনেক ভালো কাজ করা যায়। শিক্ষিত সুধিজনের জন্মভূমি গোলাপগঞ্জের মানুষের মধ্যে শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে অনেক গুণ পরিলক্ষিত হয়।’ তিনি সবার উদ্দেশ্যে বলেন, ‘থানায় রাজনৈতিক বড় ভাইদের দিন শেষ হয়ে গেছে। থানা হবে সাধারণ মানুষের আশ্রয়স্থল, মামলার যৌক্তিক কারণ থাকলে অবশ্যই তা রেকর্ড করা হবে।’

আছিয়া- কুতুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০১৮ সালের গুণী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মধ্যে আইন পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রমজান আলী শিকদার, শিক্ষকতায় রণকেলী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছলমান চৌধুরী, সমাজ সেবায় সামাজিক প্রতিষ্ঠান বাঘা রুস্তমপুর জালালাবাদ আদর্শ সংঘ, ব্যবসায়ীক প্রতিষ্ঠান সিলেট আফরোজ পাইপ ইন্ডাষ্ট্রিজকে সম্মাননা প্রদান করা হয়।

২০১৯ সালের গুণী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মধ্যে আইন পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, শিক্ষকতায় ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাইস্কুল বারকোট এর প্রধান শিক্ষক আজমত আলী, সমাজ সেবায় সামাজিক ব্যক্তিত্ব এডিনবরা, স্কটল্যান্ড ইউকের জেপি এমবিই ড. ওয়ালী তছর উদ্দিন, ব্যবসায়ীক ব্যক্তিত্ব আল-হারমাইন পারফিউমস কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ দুবাই ইউ এ ই ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রাপ্তরা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশিদ, ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল মালিক লাল মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ এম সি একাডেমির পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ওয়েছুর রহমান, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সেক্রেটারি আব্দুল আজিজ, অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত