নবীগঞ্জ প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০১৯ ১৯:৪৮

নবীগঞ্জে পুলিশ সুপারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার ব্যক্তিগত উদ্যোগে নবীগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের গ্রাম্য পুলিশ, চৌকিদার, নাইট গার্ডসহ অসহায়, দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ থানা মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন নবীগঞ্জ-বাহুবলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী সার্কেল এসপি মো. পারভেজ আলম চৌধুরী।r

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, সাব ইন্সপেক্টর সামসূল আলম, শাহীন আলম প্রমুখ।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চুরি ডাকাতি জুয়াখেলা রোধ করতে গ্রাম পুলিশ চৌকিদার ও নাইড গার্ডদের বিশেষ ভূমিকা রাখার আহবান জানান। এবং অতিরিক্ত কিছু রাত জেগে পাহারার জোরদারের দাবি জানান তিনি।

তিনি বলেন, নবীগঞ্জ থানা সকলের সহযোগিতায় চুরি ডাকাতি রোধ করে হবিগঞ্জ শ্রেষ্ঠ থানা হিসাবে দেখতে চাই।

তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়াও তিনি সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।     

আপনার মন্তব্য

আলোচিত