নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩৮

জকিগঞ্জে ৩৭০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযানে ৩৭০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ৫ মিনিটে বিরশ্রী ইউনিয়নের কোনারগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় কোনারগাঁও গ্রামের মৃত তছদ্দর আলীর ছেলে শরফ উদ্দিন ওরফে সরফ ও মৃত মখই মিয়ার ছেলে আলী হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে হতে পালিয়ে যান। পুলিশ বাড়ি তল্লাশি করে দুটি প্যাকেটের মধ্যে থাকা ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

অপরদিকে রাত ৯টা ৪৫ মিনিটে জকিগঞ্জ পৌরসভাধীন ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

আটকককৃত জাবের আহমদ রুবেল সিলেটের জকিগঞ্জের উত্তর লোহারমহল গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা আনার কথা স্বীকার করেছে।

তার বিরুদ্ধে একটি চোরাচালান ও চারটি মাদকের মামলা রয়েছে।

জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) ফরিদ আহমেদের এজাহারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা করতে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকার পাশাপাশি গোয়েন্দা শাখার নজরদারি জোরদার করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত