কমলগঞ্জ প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০১৯ ১৭:৫৮

কমলগঞ্জে জেএসসিতে পাসের হার ৯১.২৫, পিইসিতে ৯৪.১৪ শতাংশ

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯১.২৫ শতাংশ। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৬১ জন, আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, এ এ টি এম উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, পতনঊষার উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, আব্দুল মছব্বির একাডেমী থেকে ২ জন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, চিৎলীয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, অভয়চরণ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ও কমলগঞ্জ আইডিয়াল জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে ১ জন। এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, মকবুল আলী উচ্চ বিদ্যালয় এবং কমলগঞ্জ আইডিয়াল জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় পাশের হার ৯২.৯৮ শতাংশ। এ উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৪৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৪ জন পরীক্ষার্থী পাশ করেছে।

এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) মৌলভীবাজারের কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন। পাসের হার ৯৪.১৪ ভাগ। এ উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল থেকে ৪ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত