গোয়াইনঘাট প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০১৯ ২০:৫৩

গোয়াইনঘাটে জেএসসিতে পাসের হার ৯১.২৫, জিপিএ ৫ পেয়েছে ২৬ শিক্ষার্থী

সিলেটের গোয়াইনঘাটে জেএসসি ও জেডিসি পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী পাসের হার ৯১.২৩ শতাংশ ও এ উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী।

এ বছর গোয়াইনঘাটে জেএসসি পরীক্ষায় মোট ৫ হাজার ১ শত ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যারমধ্যে কৃতকার্য হয়েছে ৪ হাজার ৭ শত ৪৩ জন শিক্ষার্থী। পাশাপাশি জেডিসি পরীক্ষায় ৪০৯ জন অংশগ্রহণ করে জিপিএ ৫ না পেলেও কৃতকার্য হয় ৩১০ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে ও নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিক আহমদের সঞ্চালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাটের শিক্ষা অফিসার মো. ইকবাল মিয়া, সহকারী শিক্ষা অফিসার শাহিন মাহমুদ প্রমুখ।

পরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব ২০১৯ সালের পিইসি, ইবতেদায়ী জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত