জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ

০৬ জানুয়ারি, ২০২০ ০১:১১

গোলাপগঞ্জে এক বছরে সড়কে ৮ জনের মৃত্যু

গোলাপগঞ্জে দিনদিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংশ্লিষ্টরা মনে করেন, আইনের যথেষ্ট প্রয়োগ না থাকা, অসচেতনতা ও অদক্ষ চালকের কারণেই গোলাপগঞ্জ উপজেলার সড়কগুলো ভয়ংকর হয়ে উঠছে যাত্রীদের জন্য।

গত এক বছরে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জ উপজেলায় ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০১৯ সালের প্রথম মাস জানুয়ারিতেই সড়ক দুর্ঘটনায় ২জন যাত্রী নিহত হন। ওই মাসের ৯তারিখে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরীতে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মইনুল ইসলাম (৪০) নামের ১জন যাত্রী ঘটনাস্থলে ও আরেকজন যাত্রী হাসপাতালে নেওয়ার পথে নিহত হন। নিহত মইনুল ইসলামের বাড়ি জকিগঞ্জ উপজেলার শাহবাজপুর মুহিতপুর গ্রামের। অন্য নিহতের নাম পরিচয় জানা যায়নি। এতে আরো ৪জন যাত্রী আশংকাজনক ভাবে আহত হয়েছেন।

২৫ফেব্রুয়ারি সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরীস্থ নুরজাহান সিএনজি পাম্পের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সুমন আহমদ (২৬) নামের এক সিএনজি চালক নিহত হন। নিহত সুমন আহমদ উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে। এতে আহত হন ১জন যাত্রী
১৮মে সিলেট-জকিগঞ্জ সড়কের তৈহিপুর (লংলীপুল) নামক স্থানে একটি বাস খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় কেউ নিহত না হলেও প্রায় ২০জন যাত্রী আহত হন।

২৫ জুন সিলেট-জকিগঞ্জ সড়কের পৌর এলাকার কদমতলীস্থ খাঁন কমপ্লেক্সের সামনে বাস-টেম্পুর সংঘর্ষে সাহেল আহমদ (২৫) এক টেম্পু চালক নিহত হন। নিহত সাহেল আহমদ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র। এতে গুরুতর আহত হয়েছেন টেম্পু চালকের সহকারী আলম আহমদ।

১৮ জুলাই উপজেলার ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর সড়কের কানিশাইল ভাড়েরায় আল ছাত্তার কমিউনিটি সেন্টারের সামনে ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজমুল ইসলাম নামের সিএনজি চালক নিহত হন। সে লক্ষণাবন্দ ইউনিয়নের ভাদেশ্বর করগ্রাম পশ্চিম টুলের আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় আরো ২জন যাত্রী আহত হন।

৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় উপজেলার সিলেট জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের বৈঠক বাজাওে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশার ধাক্কায় ছয়লা বেগম (৪৫) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর নওয়াপাড়া গ্রামের পঁচা মিয়ার স্ত্রী।

৭ সেপ্টেম্বর সিলেট-জকিগঞ্জ ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু তাহের (২৬) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন। নিহত আবু তাহের শাহপরান থানার মেজর টিলা শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

এ মাসের ২০ তারিখে সড়ক দুর্ঘটনায় আরেকজন মোটরসাইকেল আরোহীর প্রাণ যায়।ওইদিন বিকেলে পৌর এলাকার রাঙাডহর বাজারস্থ বাদশা মিয়ার মসজিদের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মিহির আহমদ (২৭) নিহত নামের মটরসাইকেল আরোহী নিহত হন। সে বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের বাসিন্দা বলে জানা যায়।

এ ব্যাপারে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার বদরুল ইসলাম জানান, গোলাপগঞ্জ উপজেলায় বেশি সড়ক দুর্ঘটনায় হয় সিলেট-জকিগঞ্জ সড়কে। সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে অদক্ষ চালক ও তাদের বেপরোয়া মনোভাব এবং চালকদের মধ্যে প্রতিযোগীতা। এসব বিষয়ে প্রশাসন সুদৃষ্টি দিলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত