তাহিরপুর প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২০ ১৯:০১

তাহিরপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

তাহিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।

সভায় সিদ্ধান্ত হয় আগামী ১০ ও ১১ জানুয়ারি দু’দিন ব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হবে। এর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মুনতাসির হাসান, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আব্দুছ ছোবাহান আখঞ্জি, হাজী আব্দুল জলিল তালুদকার, সহসভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী খসরুল আলম, হাজী আজহার আলী, হাজী আব্দুল জহুর, বিশ^জিত সরকার, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুছ ছোবাহান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফণিভূষণ তালুকদার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, রোমান আহমেদ তুষা, মনিরাজ শাহ, আহমাদুল হাসান, আসমাউল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত