সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০২০ ২২:২৩

বর্ণাঢ্য আয়োজনে সিসিকের মুজিব বর্ষ’র ক্ষণগণনা উদযাপন

সারা দেশে একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছর “মুজিব বর্ষ ২০২০ এর “ক্ষণগণনা শুরু হয়েছে।

সিলেটেও নানা আয়োজনে উদযাপন করা হয় ক্ষণগণনার এই বিশেষ মুহূর্তটি।

শুক্রবার বিকালে এ উপলক্ষে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কাউন্টডাউন মঞ্চ ও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানস্থলে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কাউন্টডাউন মঞ্চের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার সাথে সাথে সিলেটেও ক্ষণগণনার শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধা, সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা-কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুজিব বর্ষের ক্ষণ গণনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। সভা পরিচালনা করেন সিলেট সিটি করপোরেশনের ২৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিসিকের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সিসিকের প্রধান প্রকৌশলী মো: নুর আজিুজুর রহমান, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর মোস্তাক আহমদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রেবেকা বেগম, সংরক্ষিত আসনের মাসুদা সুলতানা, সংরক্ষিত আসনের শাহানা বেগম শানু, মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মুকির হোসেন চৌধুরী প্রমুখ।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন শিল্পীরা।

আপনার মন্তব্য

আলোচিত