কোম্পানীগঞ্জ প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০২০ ১৮:২৫

সাড়ে চার কোটি টাকার পাথর উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস

শাহ আরেফিন টিলায় অভিযান

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করেছে টাস্কফোর্স।  মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।  অভিযানে ধ্বংসকৃত মালামালের মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

পাথর কোয়ারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানের সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন কারীরা পালিয়ে যায়, পরে কোয়ারীতে স্থাপিত মেশিন, পাইপ ও মালামাল ভেঙ্গে, পুড়িয়ে দেওয়া হয়।

ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে ২৮টি লিস্টার মেশিন, ৭ হাজার ফুট পাইপ এবং ৩টি ট্রাক্টরের চাকা ফুটো করে দেয়া হয়। এছাড়াও শাহ আরেফিন টিলায় বাঁধ কেটে পানি দিয়ে ২২ টি কোয়ারি এলাকা সম্পূর্ণভাবে ডোবানো হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবিসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। এছাড়াও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নেতৃবৃন্দ অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, পরিবেশ বিধ্বংসী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, কোম্পানীগঞ্জের পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল সোমবার (২০ জানুয়ারি) সেখানে মারা যান একজন শ্রমিক। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। মূলত এ কারণেই আজকের অভিযানটি চালিয়েছে আইন প্রয়োগকারী, নিরাপত্তা বাহিনী ও পরিবেশবাদী সংগঠনগুলো। এছাড়া নিয়মিত সেখানে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে টাস্কফোর্স।

আপনার মন্তব্য

আলোচিত