বানিয়াচং প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০২০ ২০:২৭

বানিয়াচংয়ে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে গোলটেবিল বৈঠক

গ্রাম্য দাঙ্গা, মাদক, খাদ্যে ফরমালিনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’।

মঙ্গলবার (২১জানুয়ারি) সকাল ১১টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি রেজাউল মোহিত খানের সভাপতিত্বে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া ও ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, সমাজ থেকে অন্যায় ও অপরাধ মুলোৎপাটন করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। আপনার চোখের সামনে একটি অন্যায় সংঘটিত হচ্ছে আর আপনি বাধা দিচ্ছেন না, এমনকি প্রশাসনকেও জানাচ্ছেন না তাহলে কিভাবে অপরাধ হ্রাস পাবে? সকল শ্রেণি-পেশার মানুষকে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা রেখেই চলতে হবে। আগে আমরা যার যার অবস্থান থেকে স্বচ্ছতা বজায় রাখি, দাঙ্গা, মাদকসহ সকল অপরাধ মুলোৎপাটনে ভূমিকা রাখি।

বিশেষ অতিথির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত বলেন, পুলিশ জনতা-জনতাই পুলিশ। পুলিশের কাজ হচ্ছে অন্যায় অপরাধ দমন করা। পুলিশের নিয়মিত টহল ও কার্যক্রমে বানিয়াচংয়ে দাঙ্গাসহ বিভিন্ন অপরাধ কমিয়ে আনা সম্ভব হয়েছে। জনগণ সচেতন হলে পুলিশের পক্ষে অপরাধ দমন করা সহজ হয়ে উঠে এবং এ ক্ষেত্রে আমরা সচেষ্ট রয়েছি।

‘তরঙ্গ’ পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, উপজেলা দুদক সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান, ৫/৬নং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া, দি ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি ইমদাদুল হোসেন খান, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক সমকালের প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, ভোরের কাগজের প্রতিনিধি জীবন আহমেদ লিটন, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সভাপতি ফজল উল্লাহ খান, সমাজসেবক শেখ আজিজুর রহমান ও লেখক তানভীর সিদ্দিকী তোয়াহা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুশাহিদ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত