গোয়াইনঘাট প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২০ ১৭:৫৫

জাফলং পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সমাবেশ

সিলেটের জাফলং পাথর কোয়ারি অনতি বিলম্বে খুলে দেওয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জাফলং মামার দোকান পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাফলং ট্রাক চালক সমবায় সমিতি, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন সরবরাহ শ্রমিক সমবায় সমিতি, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘসহ বিভিন্ন শ্রমজীবী ও ব্যবসায়ী সংগঠনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশে হাজারো নারী ও পুরুষ শ্রমিক বিভিন্ন ধরনের প্লে কার্ড, পোষ্টার, লিফলেট হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুস শহিদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক-পিকআপ, কার্ভাডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মোকছেদ আহমদ।

প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা ট্রাক-পিকআপ,কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। এসময় আন্দোলনকারী মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন,পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামছুল আলম, পূর্ব জাফলং ইউনিয়নের আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা ট্রাক-পিকআপ,কার্ভাডভ্যান মালিক সমিতির সহসভাপতি মুজিবুর রহমান, সহসম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত