সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০২০ ২২:০৬

হেলপিং হ্যান্ডস ইউকে'র শীতবস্ত্র বিতরণ

প্রবাসী গোলাপগঞ্জবাসীদের সংগঠন 'গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে' গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার ৮'শ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিকরণ করা হয়।

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

তিনি বলেন, আমাদের দেশের দারিদ্র্যতা বিমোচনে প্রবাসীদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। আমাদের জাতীয় অগ্রগতিতেও রয়েছে প্রবাসীদের অবদান। প্রবাসীরা হচ্ছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের রক্ত ঝরানো ঘামের বিনিময়ে অর্জিত অর্থ দেশের উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করছে। প্রবাসীদের অনেকেই আজ শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞানে সফলতা অর্জন করে বিদেশের মাটিতে ভালো অবস্থান তৈরি করেছেন। তাদের দান অনুদানে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হচ্ছে। গরীব অসহায় লোকজনকে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করায় তিনি গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সদস্য মঞ্জুর আহমদ শাহনাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাষ্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কোষাধ্যক্ষ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মো. সেলিম আহমদ, সদস্য আবুল বাহার।


এতে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, যুব সংগঠক আলিম উদ্দিন বাবলু, নাজিমুল হক লস্কর, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, সমাজসেবী মওদুদ হোসেন চৌধুরী সুমন, ফুটবলার সাকিল আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মুছাব্বির মোহাম্মদ মুসা, পৌর কাউন্সিলার ফজলুল আলম, সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ নাগরিক কমিটির সভাপতি সৈয়দ আব্দুল মালেক, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সদস্য বদরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার ৮'শ শীতার্তদের মাঝে 'কম্বল' বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত