নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২০ ০৩:৫৮

জাতির পিতাকে উৎসর্গ করে ‘সিলেট বইমেলা’

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘সিলেট বইমেলা’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হচ্ছে।

সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বইমেলার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা; এবং সহযোগিতা দিচ্ছে সিলেট সিটি করপোরেশন।

বইমেলার আয়োজক সূত্রে জানা গেছে, মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে। মেলায় একেক দিন একেক আয়োজন হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকবে।

‘সিলেট বইমেলা’য় ঢাকা ও সিলেটের একাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে- প্রথমা, কথাপ্রকাশ, উৎস প্রকাশন, অন্বেষা প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন, আদর্শ, বাবুই, চৈতন্য, নাগরী, বাসিয়া প্রকাশনী, শ্রীহট্ট, ঘাস প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, এক রঙা এক ঘুড়ি, স্বরে ‘অ’, আহরার পাবলিশার্স, জসিম বুক হাউস, সাহিত্য রস প্রকাশনী, গার্ডিয়ান পাবলিকেশন্স, শাকিল বুক সেন্টার, সিলেট বুক সেন্টার, মারুফ লাইব্রেরি ও নাজমা বুক ডিপো।

আপনার মন্তব্য

আলোচিত