বড়লেখা প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২০ ২০:৩২

বড়লেখায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেন স্কুলে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুহেল আহমদ। শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

অন্যদের মাঝে বক্তব্য দেন বড়লেখা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী, অধ্যাপক আব্দুস শহীদ খান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কয়ছর আহমদ, অভিভাবক এম জুবের আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক রফিক উদ্দিন আহমদ, প্রভাষক বিশ্বজিৎ আচার্য্য, শিক্ষক জাকির হোসেন ও আব্দুর রব সোহেল, সমাজসেবক ইয়াছিন আহমদ, সেলিম আহমদ, ইসলাম উদ্দিন, একরাম আলী বলাই, প্রবাসী আজির উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ ।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন বিভাগে বিজয়ী ১২৩ জন, পিইসি ও জেএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ৯ জনকে পুরস্কার দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত