নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২০ ১২:১৩

সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

'অবাধ বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহণের জন্য স্মার্ট সীমান্ত ব্যবস্থা' এই স্লোগানে সিলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।

রোববার (২৬ জানুয়ারি) এ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মেন্দিবাগস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কার্যালয়ের সামনে অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রঞ্জন কুমার কুমার ভৌমিক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার ড. মো. গোলাম মুনীর, সিলেট রেঞ্জের পুলিশের ডিআইজি কামরুল আহসান (বিপিএম) সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত