নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২০ ২১:৪৫

পুলিশ হয়রানি করলেও ৯৯৯-এ কল দিন, ব্যবস্থা নেব : আইজিপি

কোনো পুলিশ সদস্য অযথা কাউকে হয়রানি করলে ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ দিতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আইজিপি বলেন, আমি এটি মনিটরিং করি। কোনো পুলিশ সদস্যও যদি কাউকে হয়রানি করে তাহলে অভিযোগ দেবেন। আমি ব্যবস্থা নেব।

রোববার বিকেল ৫টায় সিলেট মহানগর ও জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি আরও বলেন, এখন আর পুলিশ আগের অবস্থানে থাকতে পারবে না। কোনো অবস্থায় নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। থানায় গিয়ে যাতে মানুষ শতভাগ সেবা পায় সেই ব্যবস্থা করা হয়েছে। এরপরও যদি কোনো মানুষকে হয়রানি করা হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ ভালো সাড়া পাওয়া গেছে। আমি এটি মনিটরিং করি। কোনো পুলিশ সদস্যও যদি কাউকে হয়রানি করে তাহলে অভিযোগ দেবেন। আমি ব্যবস্থা নেব।

আইজিপি আরও বলেন, আমরা জনতার পুলিশ হতে চাই। হতে চাই মানবিক। তাই সকল পুলিশ সদস্যকে জনবান্ধব হয়ে কাজ করতে হবে। যাতে উন্নত দেশের পুলিশের চেয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি। উন্নত দেশের মানুষ বলতে পারে ‘উন্নত বাংলাদেশের-উন্নত পুলিশ’।

এসময় সাংবাদিকদের কাছে সিলেটের সকল থানা পরিবর্তন হয়েছে কীনা জানতে চান আইজিপি জাবেদ পাটোয়ারি। তিনি বলেন, শুধু পুলিশের আচরণগত দিক বদলালে হবে না। সকল থানার পরিবেশ বদলাতে হবে। প্রত্যেকটি থানাকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। মানুষ থানায় গেলে রিসিভ করে নিতে হবে। পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না।

জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা এসেছে। বিগত সময়ে ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করে আমরা প্রমাণ করেছি পুলিশ শতভাগ স্বচ্ছ। গার্মেন্টকর্মী ও দিনমজুরের সন্তানরা এখন অমাদের পরিবারের সদস্য। বিগত সময়ের তুলনায় বর্তমানে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এখন জনসেবায় মনযোগী হতে হবে। মনে রাখতে হবে সেবাই আমাদের ধর্ম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। এর আগে বিকেল তিনটায় সিলেট জেলা পুলিশ লাইনস মাঠে ক্রীড়া সালাম গ্রহণ করে বেলুন উড়িয়ে প্রতিযেগিতার উদ্বোধন করেন আইজিপি। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা উপভোগ করেন তিনি। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের এই সর্ব্বোচ্চ কর্মকর্তা।


আইজিপি রোববার দুপুরে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে তিনি সিলেট পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন এবং পরবর্তীতে সিলেট জেলা পুলিশ লাইন্স এর নবনির্মিত অস্ত্রাগার ও নারী ব্যারাকের উর্ধ্বমুখী সম্প্রসারণ (৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলা) কাজের উদ্বোধন করেন। এছাড়া সিলেট জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটক ও নতুন নারী ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

দুপুর ৩ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশের যৌথ উদ্যোগে সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আপনার মন্তব্য

আলোচিত