বড়লেখা প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২০ ১৫:২৮

বড়লেখায় দরিদ্র যুবক-যুবতীদের প্রশিক্ষণ প্রদান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩ নম্বর নিজবাহাদুরপুর ইউনিয়নে দরিদ্র যুবক-যুবতীদের হাঁস, মুরগি ও গবাদিপশু পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণের আয়োজন করে নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে পরিষদ সভা কক্ষে প্রশিক্ষণে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫ জন যুবক ও যুবতী অংশ নেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক। ইউপি সচিব সঞ্জয় নায়েকের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলম খান, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামীম উদ্দিন, রশিদ আহমদ সুনাম, কবির আহমদ, ইমাম উদ্দিন হিফজুর, সাজু আহমদ, মো. আব্দুস শুক্কুর, সংরক্ষিত নারী সদস্য জোছনা বেগম, ফরিদা আক্তার, রুববান বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত