কমলগঞ্জ প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২০ ২০:১৮

কমলগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

বিপুল উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজারের কমলগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করতে হযরত শাহ্‌ ইয়াছিন (র.) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হযরত আজমশাহ (র.) মাজার সংলগ্ন মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।

ঘোড় দৌড় প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৬ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাবেক বিআরডিবি সভাপতি ইমতিয়াজ আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত