জৈন্তাপুর প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২০ ২২:৪৭

জৈন্তাপুর সীমান্তে ২১ ভারতীয় গরু আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় গরুর দুইটি চালান আটক করেছে ৪৮ ও ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জৈন্তাপুর ক্যাম্প।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে ডিবির হাওর সীমান্ত দিয়ে চোরাকারবারি দলের সদস্যরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার দাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে যায়। অপর দিকে ১৯ বিজিবি‘র অভিযানে জৈন্তাপুর ক্যাম্পের সহকারী কমান্ডার মোস্তাফিজুর রহমান‘র নেতৃত্ব ১২৮৮নং টিপরাখলা সীমান্তে অভিযান করে ২০টি বাছুর গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

এ ব্যাপারে ৪৮ বিজিবির ডিবির হাওর ক্যাম্প কমান্ডার দবিরুল ইসলাম ও ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নুরুল হুদা জানান, বিজিবি‘র টহল আগের চেয়ে আরও বৃদ্ধি করা হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসছি এবং অভিযানের ফল স্বরূপ আমরা গরু আটক করতে সক্ষম হচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত