হবিগঞ্জ প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২০ ২২:৩৬

হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করলেন মেয়র

হবিগঞ্জ শহরের ব্যাকরোড ধুলা ও বালিমুক্তকরনের জন্য পরিচ্ছন্নতা কাজ চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ওই পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান মিজান।

সম্প্রতি শহরের ব্যাকরোডে ব্যাপকভাবে ট্রাক্টর চলাচলের কারণে মাটি ও ধুলাবালি জমে। ধুলাবালির কারণে জনগণ ও পথচারীর দুর্ভোগ লাঘব করতে ব্যাকরোড পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার ভোর থেকে পরিচ্ছন্নতাকর্মীরা ব্যাকরোড পরিচ্ছন্ন করার কাজ শুরু করে। সকাল ১০ টা ৪৫ মিনিটে পরিচ্ছন্নতাকাজ পরিদর্শন করেন মেয়র।

এসময় মেয়র বলেন, শহরবাসীকে ধুলাবালিমুক্ত রাখতে পৌরসভা ইতিমধ্যে ওয়াটার স্প্রে ট্রাক সার্ভিস চালু করেছে। এই সার্ভিসের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে পানি ছিটানো হচ্ছে। এছাড়াও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে পৌরসভার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত