কানাইঘাট প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি , ২০২০ ১৬:২৭

কানাইঘাটে দুর্বৃত্তদের আগুনে ঘর হারিয়ে অসহায় পুরো পরিবার

কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বড়চাতল গ্রামে বসতঘরে দুর্বৃত্তদের আগুনে সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছে একটি পরিবার। অগ্নিকান্ডের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা রাতের আধাঁরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে তা কিছুই বলতে পারছেনা এ পরিবারটি। এলাকাবাসী অগ্নিকান্ডের ঘটনার সুষ্ট তদন্ত দাবি করেছেন।

জানা যায়, উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ১নং ওয়ার্ডের বড়চাতল গ্রামের দুবাই প্রবাসী আব্দুল করিমের মাটির পাকা টিনসেডের ঘরে গত মঙ্গলবার রাত অনুমান ৩টায় টিনের চালে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরের বিতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন প্রবাসী আব্দুল করিমের বৃদ্ধা মা রাবিয়া খাতুন, স্ত্রী সুফিয়া বেগম, ছেলে সুবেল আহমদ, জুবেল আহমদ, রুমেল আহমদ, মেয়ে স্কুল শিক্ষার্থী সেলিনা আক্তার, মুন্নি আক্তার, তান্নি আক্তার, ভাতিজি কল্পনা বেগম ও লিতা বেগম। আগুনের তাপে হঠাৎ ঘুম থেকে জেগে উঠেন বৃদ্ধা রাবিয়া খাতুন। তখন পুরো বসতঘরে আগুন জ্বলছে। তখন বৃদ্ধার চিৎকারে পরিবারের অন্যরা ঘুম থেকে জেগে উঠে মাটির দেওয়াল ভেঙ্গে পিছনের দিকে বের হয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু বসতঘরে রক্ষিত কোন মালামাল তারা বের করতে পারেনি। এ অবস্থায় পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ পরিবারের অসহায় লোকজন মানবেতর জীবন যাপন করছেন। তাদের পাশে দাড়ানোর যেন কেউ নেই। প্রবাসী আব্দুল করিমের স্ত্রী সুফিয়া বেগম, ছেলে জুবেল আহমদ, মেয়ে সেলিনা বেগম বসতঘরের পাশে অসহায় অবস্থায় বসে আছেন।

এ সময় তারা বলেন, আমরা নিরীহ মানুষ আমাদের কোন শত্রু নেই। কারা আমাদের ঘরে আগুন দিয়েছে আমরা কিছুই জানি না।

এদিকে গত বৃহস্পতিবার বিকালে এ পরিবারের হাতে কিছু আসবাবপত্র তুলে দিয়েছেন জকিগঞ্জ খলিফা প্রবাসী সোনালি স্বপ্ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ জাহেদ আহমদ রেজা ও যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। এছাড়া বৃহত্তর কাড়াবাল্লা বড়চাতল প্রবাসী সমাজ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ রাসেল আল হাদী, স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর হোসেন সেলিম চৌধুরী ও কাতার প্রবাসী বড়চাতল গ্রামের ছানু আহমদ উক্ত অসহায় পরিবারকে কিছু আর্থিক সহযোগীতা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত