তাহিরপুর প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি , ২০২০ ১৯:২০

বিশ্বম্ভপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলায় সাংবাদিকদের নিয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা শেষে শনিবার সাংবাদিকের মাঝে সনদ বিতরণ করা হয়।

শুক্রবার ও শনিবার প্লাটফর্মস পর ডায়ালগ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার প্রশিক্ষনের সমাপনী দিনে জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মো. মুনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপপরিচালক(প্রশাসন) সৈয়দ জাহিদুল ইসলাম, উপপরিচালক ও কর্মশালা পরিচালক মো. আবুজার গাফফারী, সহকারি পরিচালক ও কর্মশালা সমন্বয়কারী  নাফিস আহমেদ এবং সহকারি পরিচালক মো. আব্দুল মান্নান প্রমুখ। এসময় উপজেলার কর্মরত ২৫ সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগন প্রশিক্ষন প্রাপ্ত ২৫জন সাংবাদিককে সার্টিফিকেট প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত