সিলেটটুডে ডেস্ক

২৯ ফেব্রুয়ারি , ২০২০ ২১:০২

শেষ হল শিল্পকলা বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব

শেষ হয়েছে জেলা শিল্পকলা একাডেমি সিলেট আয়োজিত ৫ দিনব্যাপী একুশের বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ছিল আয়োজনটির শেষদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে গত সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয় এই মেলা ও উৎসবের।

মেলায় প্রতিদিনই আগত দর্শনার্থীদের সংখ্যা ছিল লক্ষণীয়। বিভিন্ন বয়সের মানুষের পদচারণয় মুখরিত ছিল শিল্পকলা ক্যাম্পাস।

শেষদিনে মেলায় অংশগ্রহণকারী স্টল সমূহ এবং সাংস্কৃতিকপর্বে অংশগ্রহণকারী শিল্পীদের সনদপত্র ও শুভেচ্ছা উপহার বই তুলে দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত ও ছাতক উপজেলা শিক্ষা অফিসার পুলিন রায়।

একুশের বইমেলা ও লোকসংস্কৃতি উৎসবের শেষ দিনের সাংস্কৃতিক পরিবেশনায় একাডেমির প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ ও ঋতশ্রী দের উপস্থাপনায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগের পাশাপাশি আমন্ত্রিত সংগঠন হিসেবে একদল ফিনিক্স দলীয় সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।

একক সংগীত ও নৃত্য পরিবেশনায় ছিলেন বিথী রানী নাথ, পপি কর, পল্লবী দাশ মৌ, সিমন সায়ন চৌধুরী, সুদীপা দাশ গুপ্তা ও অহনা দাশ পূজা। মেলায় ঢাকা, সিলেট ও নারায়ণগঞ্জের মোট ১৪টি স্টল অংশগ্রহণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত