তাহিরপুর প্রতিনিধি

০৩ মার্চ, ২০২০ ২২:৪১

মুজিববর্ষকে সামনে রেখে তাহিরপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মুজিববর্ষকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আব্দুল আহাদ। তিনি মঙ্গলবার (০৩মার্চ)বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নে তাহিরপুর সদর ও দুমাল গ্রামের মধ্যে "দুমাল একতা স্পোটিং ক্লাব" এর আয়োজনে এবং রংধনু সামাজিক সংগঠনের সহযোগিতায় ১০দিন ব্যাপী ফুটবল টুনমেন্ট এর উদ্বোধন করেন।

এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজন ব্যানার্জি, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার এসএম রেজাউল করিম, রংধনু সামাজিক সংগঠনের সভাপতি মোমেন তালুকদার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর পূর্বে জেলা প্রশাসক তাহিরপুর উপজেলার গুরমার হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। এসময় হঠাৎ করেই ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির কবলে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর দুমাল সরকারি প্রাইমারি স্কুল আশ্রয় নেন। এছাড়াও সারাদিন এউপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সাথে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত