সিলেটটুডে ডেস্ক

০৪ মার্চ, ২০২০ ০০:১৪

একুশে পদকপ্রাপ্ত আব্দুল জব্বারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মরহুম আব্দুল জব্বার কে একুশে পদকে ভূষিত করায় তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আব্দুল জব্বার স্মৃতি পরিষদের উদ্যোগে এই সভা হয়।  এসময় আব্দুল জব্বারের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু ও কুলাউড়া উপজেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।

সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম তালুকদার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্টমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান, সিলেট বি.এম.এ ডা. রুকন উদ্দিন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সিলেট সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ডের কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. রনজিত সরকার, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, কুলাউড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার নাইমুল  হক চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক  লীগের সহ-সভাপতি বারী মুর্শেদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল মোমিন চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, ব্রাক্ষণবাজার ইউনিয়ন পরিষদের মওদুদ হোসেন, ৩নং ইউনিয়ন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম নজরুল ইসলাম, কর্মধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বিশিষ্ট সাংবাদিক কামাল হাসান, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুছ সালাম, যুক্তর্ষ্ট্রা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর আলম সিদ্দিকী শেফুল, কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজ খান, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা, কুলাউড়া পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক ইমন আহমদ, সিলেট মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মিফতা উদ্দিন জোসেফ, কেসাসের সভাপতি মিফতাউল ইসলাম এলিন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম রিপন, কুলাউড়া উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সুমন মোহন দাস,  সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান আহমদ, মৌলভীবাজার জেলা তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তরিক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত