গোলাপগঞ্জ প্রতিনিধি

০৪ মার্চ, ২০২০ ০১:০২

গোলাপগঞ্জে উদ্ধারকৃত অর্ধগলিত মরদেহটি রিকশাচালক কিশোরের

সিলেটের গোলাপগঞ্জের উদ্ধারকৃত লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। নিহত এ কিশোরের নাম শাওন আহমদ (১৭)। সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালীউড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছোট ছেলে। বর্তমানে তারা ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে বসবাস করে আসছেন। শাওন আহমদ পেশায় রিক্সাচালক ছিল।

মঙ্গলবার রাত ১০টায় নিহত কিশোরের ভাই সাগর আহমদ থানায় এসে তার পোশাক দেখে লাশটি শনাক্ত করেন।

নিহতের বড়ভাই সাগর আহমদ জানান, শাওন আহমদ গত ২১ ফেব্রুয়ারি অটোরিকশা নিয়ে বের হলে আর বাড়ি ফেরেনি। এরপরদিন শাওন যে অটোরিক্সা ভাড়ায় চালাতো তা পরিত্যাক্ত অবস্থায় লক্ষীপাশা ইউনিয়নের একটি সড়কের পাশে পাওয়া যায়। এরপর তিনি গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য বলেন, নিহত কিশোরের লাশ সনাক্ত করেছে তার পরিবার। বুধবার ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এব্যাপারে এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হাজীপুর ঘনশ্যাম গ্রামের স্থানীয় একজন কৃষক সুরমা নদীর পাশের ডোবায় মাটিতে মাথা পোতা অর্ধগলিত লাশটি দেখতে পান। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এস আই হেলাল আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধারনা করা হচ্ছে কিশোরকে হত্যা করে লাশ ফেলে যায় অজ্ঞাত দূবৃর্ত্তরা।

আপনার মন্তব্য

আলোচিত