তাহিরপুর প্রতিনিধি

০৪ মার্চ, ২০২০ ২২:০০

তাহিরপুরে খুনের ঘটনায় আটক এক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এক কিশোর শহীদ নূরকে খুনের ঘটনায় গোলাম কাদির নামে একজনকে মঙ্গলবার রাতে আটক করছে তাহিরপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোলাম কাদির মিয়া চাচা নাসির উদ্দিনকে ডেকে নিয়ে কথাকাটা কাটির এক পর্যায়ে গোলাম কাদির মিয়া বোন পপি, গোলাম কাদিরসহ তার লোকজন বোজাং (ধারালো অস্ত্র) নিয়ে ৭-৮জন সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে নাসির উদ্দিনকে। খবর পেয়ে নাসির উদ্দিনের ছেলে শহিদ নুর মিয়া গেলে থাকে কিরিজ দিয়ে পেটে আঘাত করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে পেটের নিছে কোমরে লাগে গুরুত্ব আহত হয়।

ঘটনার পরপরই ঘাতক গোলাম কাদির গোলাম কাদির বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলায় পালিয়ে যাওয়ার পথে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন লক্ষ্মীপুর গ্রাম থেকে ঘাতক গোলাম কাদিরকে আটক করে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, আটক গোলাম কাদিরকে সকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন্যান্য আসামীদের আটকের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

আপনার মন্তব্য

আলোচিত