গোয়াইনঘাট প্রতিনিধি

০৬ মার্চ, ২০২০ ১৪:৪৩

গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত ২

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিছানাকান্দি পাথর কোয়ারি এলাকায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, গরু চরানোর সময় আকস্মিক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নুর মিয়া (৫০) ও একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে শরীফ উদ্দিন উরফে ময়না মিয়া (২৮) এবং আহতরা হলেন- বীরমঙ্গল গ্রামের আব্দুল আলীর ছেলে আমির উদ্দিন (২৫) ও আব্দুল গফুরের ছেলে জামাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত এবং আহতরা গরুর রাখাল ছিলেন। তারা ভারতীয় গরু চরাতে আনফরের ভাঙা এলাকায় উপস্থিত হন। এ সময় আকস্মিক বজ্রপাতে দুইজন নিহত এবং দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে পরিবারের সদস্যরা আবেদন করেছেন বলেও জানান তিনি।

ওসি আব্দুল আহাদ জানান, বজ্রপাতে দুইজন নিহতের খবর পেয়ে থানার এসআই জুনেলের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত