তাহিরপুর প্রতিনিধি

০৬ মার্চ, ২০২০ ২০:৫৬

টাংগুয়ার হাওরে বিলে সেচের সময় পাম্পমেশিন আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের অবৈধ ভাবে মাছ ধরার সময় পাম্প যুক্ত ২টি ইঞ্জিন জব্ধ করেনছেন হাওরের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। আটক পাম্প যুক্ত ২টি ইঞ্জিনের মূল্য অর্ধলক্ষাধিক টাকা।
 
তিনি শুক্রবার(৬মার্চ)ভোর রাতে টাংগুয়ার হাওড়ের অন্তর্ভুক্ত কুরিয়ারচাতল বিলে বিশেষ অভিযান পরিচালনা করেন।
 
জানা যায়, উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ফজলু মিয়া তার সদস্যদের নিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে মৎস্য আহরণ করে আসছেন ইজারা ছাড়া। গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার (৬ মার্চ)ভোর রাতে কুরিয়ারচাতল বিলে পাম্প যুক্ত ইঞ্জিন দিয়ে অবৈধভাবে বিল সিছে মাছ ধরছে এসময় সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২টি পাম্প যুক্ত ইঞ্জিন জব্ধ করেন। এসময় ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে পেয়ে পালিয়ে যায় জেলেরা।

টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা ম্যাজিষ্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, টাংগুয়ার হাওরের কুরিয়ারচাতল বিল কাউকে ইজারা দেওয়া হয়নি তাছাড়া পাম্প দিয়ে বিল সেচে মাছ ধরার কোন নিয়ম নেই।

আপনার মন্তব্য

আলোচিত