কমলগঞ্জ প্রতিনিধি

০৭ মার্চ, ২০২০ ১৯:২৫

কমলগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রাইভিং শিখতে গিয়ে দুই নারীসহ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। প্রশিক্ষণের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যালয়ের দেয়ালে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটে। বর্তমানে আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শমশেরনগরের সবুজবাগ এলাকার টুম্পা সরকার (৩৫) ও কুলাউড়া উপজেলার শেলী বেগম (৩৭) তাদের সন্তানদের শমশেরনগর বিএএফ শাহিন কলেজে দিয়ে ২জন মিলে প্রাইভেট কারের চালককে সাথে নিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাইভিং শিখতে আসেন। প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো খঃ ১১-৭৭২৫) খেলার মাঠ প্রদক্ষিণ করে এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দেয়ালে গিয়ে ধাক্কা লেগে গাড়টি উল্টে যায়। এ ঘটনায় দুই নারীসহ কারের চালকও আহত হয়েছেন। তখন তাদেরকে আহত অবস্থায় স্থানীয় সংবাদকর্মী মো. সালাহ্উদ্দিন ও হৃদয় ইসলামসহ স্থানীয়রা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশংকাজনক দেখে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন জাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত