মাধবপুর প্রতিনিধি

১০ মার্চ, ২০২০ ১২:৫৪

মাধবপুরে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সভা

হবিগঞ্জ জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবসংঘের যৌথ আয়োজনে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর এলাকায় মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভায় চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আপন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(মাধবপুর সার্কেল) নাজিম উদ্দিন।

সাবেক ছাত্রলীগ নেতা তানজিমুল মতিন এবং জাগ্রত মানবসংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমদাদুল হক এর যৌথ সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন,ইন্সপেক্টর নূরুল ইসলাম, সুবেদার নূরুল ইসলাম, চৌমুহনী ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন রানা,সাবেক সহ সভাপতি আ. রউফ মেম্বার, যুবলীগের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন ভূঁইয়া শিপন, সাংগঠনিক সম্পাদক দুলাল সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আ. আলী সর্দার, ডা. গিয়াস উদ্দিন, তানভীর সোহেল, আ. আহাদ ছুট্টূ, ছাত্রলীগের সভাপতি আফসান উদ্দিন ভূঁইয়া মিশু, জাগ্রত মানবসংঘের সাধারণ সম্পাদক আল আমিন খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত