দিরাই প্রতিনিধি

১০ মার্চ, ২০২০ ২৩:০৩

দিরাইয়ে তিনদিনব্যাপী শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন

সুনামগঞ্জের দিরাইয়ে ৩ দিন ব্যাপী শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে তিনটায় উপজেলা প্রশাসন প্রাঙ্গণে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউআরসি নজরুল ইসলাম, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল হালিম।

উপস্থিত ছিলেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। আলোচনা সভা শেষে শিক্ষা উপকরণ স্টল পরিদর্শন করেন অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত