বড়লেখা প্রতিনিধি

১১ মার্চ, ২০২০ ১৯:২০

বড়লেখায় মহা-তাঁবু জলসা

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশের মহা-তাঁবু জলসা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে অগ্নিশিখা প্রজ্বালন কার্যক্রম (ক্যাম্প ফায়ার) ও তাঁবু জলসা হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন প্রধান অতিথি হিসেবে অগ্নিশিখা প্রজ্বালনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা।

উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান চুন্নু ও  যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্কাউট কমিশনার ও সমাবেশ প্রধান মোহাম্মদ ছয়ফুল হক।

অপরদিকে বুধবার সকালে অংশগ্রহণকারী স্কাউটদের মধ্যে সনদ ও প্রতিষ্ঠানসমূহের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। এবার সমাবেশে উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও তিনটি মুক্ত স্কাউটগ্রুপে ৪৯১ জন স্কাউট অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এতে সভাপতিত্ব করেন স্কাউট কমিশনার ও সমাবেশ প্রধান মোহাম্মদ ছয়ফুল হক।

আপনার মন্তব্য

আলোচিত