নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২০ ০১:৫০

জয় বাংলা ধ্বনিতে মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ

মুজিববর্ষের প্রথম প্রহরে শত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ। এসময় জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ।

এতে প্রদীপ প্রজ্বলন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মিশফাক আহমদ মিশু।

এরআগে এ উপলক্ষে শহীদ মিনারের মুক্তমঞ্চে 'বাংলার বাতিঘর' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এতে আবৃত্তি, নৃত্য, সংগীত, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও আজ মঙ্গলবার আওয়ামী লীগ, জেলা, বিভাগীয় প্রশাসন, সিলেট সিটি করপোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত