নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২০ ২৩:১৮

জকিগঞ্জ থেকে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

জকিগঞ্জের ৬নং সুলতানপুর ইউনিয়নের আমলশীদ এলাকা থেকে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৭টায় সুলতানপুর ইউনিয়নের আমলশীদ এলাকা থেকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মীর আব্দুন নাসেরের নেতৃত্বে আমলশীদ এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কারকে থামার সংকেত দিলে পুলিশের সংকেত অমান্য করে সিলেটের দিকে পালিয়ে যেতে থাকে। জকিগঞ্জ থানা পুলিশের একটি দল প্রাইভেট কারকে ধাওয়া দিলে মাদক ব্যবসায়ীরা কারটি ফেলে পালিয়ে যায়। পরবর্তী প্রাইভেট কারটি তল্লাশি করে পুলিশ ৪টি চটের বস্তায় এক হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

পুলিশ সুত্র জানায়, মাদকের এই চালানটি পরিবহনের কাজের নেতৃত্বে ছিলেন জকিগঞ্জের আমলশীদ গ্রামের আব্দুল মতলিবের পুত্র মাদক ব্যবসায়ী মিছবাহ উদ্দিন।

পলাতক আসামীদের গ্রেপ্তারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান সিলেট জেলার পুলিশ সুপার।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম।

আপনার মন্তব্য

আলোচিত