মাধবপুর প্রতিনিধি

২১ মার্চ, ২০২০ ১৬:০১

মাধবপুরে ইউনিয়ন পরিষদের নারী সদস্যের বাড়িতে ডাকাতি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য (মহিলা মেম্বার) এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। ডাকাতের হামলায় মহিলা মেম্বার শেলিনা আক্তার আহত হয়েছেন।

শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে কমলানগর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল কমলানগর গ্রামে মহিলা মেম্বারের বাড়িতে গিয়ে ঘটনার খোঁজখবর নেন।

ওই গ্রামের মৃত ছাদেকুর রহমান আলমাছ মাস্টারের স্ত্রী নারী ইউপি সদস্য শেলিনা আক্তার জানান, রাত ২টার সময় দরজা ভেঙ্গে ৫-৭ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তিনি চিৎকার করলে ডাকাতরা তাকে দা দিয়ে কোপ দেয়। এতে তিনি রক্তাক্ত হয়ে আহত হন। ডাকাতরা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে।

নিবার সকালে স্থানীয় চৌমুহনী বাজারে আহত ইউপি সদস্য সেলিনা আক্তারকে চিকিৎসা দেওয়া হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, মহিলা মেম্বারের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছিল। পুলিশ মহিলা মেম্বারের বাড়িতে গিয়ে ঘটনার সম্পর্কে খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ বা মামলা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত