তাহিরপুর প্রতিনিধি

২১ মার্চ, ২০২০ ১৭:৫৭

তাহিরপুরে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাজার মনিটরিং ও করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারণা চালিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।

শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে দ্রব্যের নির্ধারিত মূল্যে হচ্ছে কি না তা তদারকি করা জন্য বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা। বাজার মনিটরিং করে সবার মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করেন।

এসময় তাহিরপুর থানা পুলিশ, বাজার কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ উপজেলার ব্যবসায়ীদের উদ্দেশে তারা বলেন, দেশের এই সংকটকালীন মুহূর্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি অথবা পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করে,অধিক মুনাফা লাভের আশায় নি¤œআয়ের মানুষসহ সকলের জীবনযাত্রায় ভোগান্তি তৈরি করবেন না। বরং এ বিপদকালীন সময়ে সাধারণের পাশে দাঁড়ান।

এসময় বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার, বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই বাজারে দ্রব্য মূল্য না বাড়িয়ে বিক্রি করতে সবাইকে আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত