নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২০ ১৯:৩৭

সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

সিলেট অঞ্চলের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সিলেটের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে,  দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল নয়টায় সিলেটের বাতাসে আপেক্ষিক আদরটা ছিলো ৮৫ শতাংশ, যা সন্ধ্যা ছয়টায় ৬৬ শতাংশ।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, গত ১২ ঘণ্টায় সিলেটে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামীকাল সোমবার সিলেটে সূর্যোদয় ৫টা ৫৩ মিনিটে ও সূর্যাস্ত ৬টা ৫ মিনিটে।

আপনার মন্তব্য

আলোচিত