জুড়ী প্রতিনিধি

২৩ মার্চ, ২০২০ ২২:২৬

জুড়ীতে মিল মালিককে জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে এক মিল মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মূল্য তালিকা না থাকায় জুড়ীর বৃহৎ পাইকারি চাল ব্যবসায়ী আল-আমিন রাইছ এজেন্সির মালিক আল আমিনকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

এসময় শহরে অভিযান চলাকালে কৃত্রিম খাদ্য সংকট তৈরি না করা ও অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের আহবান জানানো হয়। সেই সাথে অযথা অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য সর্বসাধারণকে পরামর্শ দেয়া হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উদ্ধৃতি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, জুড়ীসহ সারাদেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে। জুড়ীর দু’টি সরকারি খাদ্য গুদামে এ পর্যন্ত ৭০১ মে. টন চাল, ৪৯৪ মে. টন ধান ও ১৭ মে. টন গম মজুদ রয়েছে। তাই কোনো অজুহাতে বাজারে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করলে শাস্তি দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত