তাহিরপুর প্রতিনিধি

২৪ মার্চ, ২০২০ ২০:৪১

তাহিরপুরে দুর্যোগ প্রস্তুতি কমিটির বিশেষ সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুর্যোগ প্রস্তুতি কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ প্রস্তুতি কমিটির সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।

সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহমদ, শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান খসরুল আলম, বড়দল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আজহার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা)শফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সুব্রত দাস প্রমুখ।

সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী জানান, ডাক্তারদের জন্য পিপিই বানানোর জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত