সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০২০ ২১:৫১

সিলেটে বৃহস্পতিবার থেকে গণপরিবহন বন্ধ

করোনাভাইরাস প্রতিরোধে সিলেটে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে বন্ধ হচ্ছে সব ধরনের গণপরিবহন। ২৬ মার্চ ভোর ৫টা থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও সাধারণ সাধারণ সম্পাদক সজিব আলী।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৬টায় বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও সজিব আলী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে দেশের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে সিলেট বিভাগে আগামিকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখা হবে। তারা দেশের এ ক্রান্তিলগ্নে পরিবহন শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাপ্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবাই সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি সরকারের পরবর্তী নির্দেশনার আগে ঘরে থাকতে হবে। নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে এবং দেশকে বাঁচাতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত