ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

২৪ মার্চ, ২০২০ ২২:১০

ফেঞ্চুগঞ্জে সন্ধ্যা ৭টার পর বাজার বন্ধ রাখার নির্দেশ

প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জের স্থানীয় বাজারগুলো সন্ধ্যা ৭টা পর থেকে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলা প্রশাসনের একটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, ২৫ মার্চ থেকে সন্ধ্যা ৭টার পর থেকে দোকানপাট বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, ঔষধের দোকান খোলা থাকবে। এদিকে রেস্টুরেন্ট খোলা থাকলেও সেখানে বসে কেউ খেতে বা  আড্ডা দিয়ে পারবেন না। শুধু পার্সেল নিয়ে যেতে পারবেন। এছাড়া বাজারে কোথাও গণজমায়েত বা জড়ো হওয়া যাবে না।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী আহমদ বলেন, জনস্বার্থে এই আদেশ সবাইকে মেনে চলতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। তবেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকা সম্ভব।

আপনার মন্তব্য

আলোচিত