সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০২০ ২০:২৬

চলতি মাসের ভাড়া মওকুফ করলেন আম্বরখানার মিনহাজ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আম্বরখানা এলাকার জাহেদ মিনহাজ তার মালিকানাধীন দোকান কোটা ও একতলা বিশিষ্ট বাসার চলতি মাসের ভাড়া মওকুফ করেছেন।

বুধবার (২৫ মার্চ) জাহেদ মিনহাজ এই তথ্য নিশ্চিত করেন।

জাহেদ মিনহাজ তার মালিকানাধীন মার্কেটে ৮ টি দোকান আছে। প্রত্যেক দোকানের ভাড়া ৩ হাজার টাকা করে। এছাড়া আম্বরখানা বাদামবাগিচা এলাকায় একতলা বিশিষ্ট বাসা আছে। যার ভাড়া ১০ হাজার টাকা। ৮টি দোকানের ব্যবসায়ী ও বাসার ভাড়াটিয়াকে জাহেদ মিনহাজ চলতি মাসের ভাড়া পরিশোধ না করার জন্য বলেছেন।

জাহেদ মিনহাজ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সরকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে বিবেচনা করে, আমাদের বাসা ও মার্কেটের সব দোকানের চলতি মাসের ভাড়া মওকুফ করেছি। পাশাপাশি সারা দেশের বাড়িওয়ালাসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত