নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২০ ২২:০২

সিলেট থেকে আরেক প্রবাসীর রক্তের নমুনা আইইডিসিআরে

সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যে নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্যপ্রবাসীর (৫৫) নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার সকালে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ওই ব্যক্তির নমুনা পৌঁছায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে জ্বর, সর্দি-কাশি নিয়ে ওই প্রবাসী হাসপাতালে ভর্তি হন। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা। ৪ মার্চ তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে তিনি এসব উপসর্গে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তাঁর রক্তসহ নমুনা সংগ্রহ করা হয়। রাতেই নমুনাগুলো ঢাকায় আইইডিসিআরের উদ্দেশে পাঠানো হয়।

সুশান্ত কুমার মহাপাত্র বলেন, হাসপাতালের কোয়ারেন্টিনে বর্তমানে ওই যুক্তরাজ্যপ্রবাসী একাই চিকিৎসাধীন। আজ ঢাকায় তাঁর নমুনা পৌঁছেছে।

আপনার মন্তব্য

আলোচিত