নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০২০ ০১:০৩

আজ থেকে সিলেটে মাঠে নামবে সেনাবাহিনী

করোনা ভাইরাসের সংক্রমণের ঠেকানোর পদক্ষেপ হিসেবে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সেনাবাহিনী মাঠে নামার ঘোষণা দেয় সরকার। দেশের বিভিন্ন ইতোমধ্যে সেনাবাহিনী কার্যক্রম শুরু করেছে। তবে সিলেট নগরীতে আজ (বৃহস্পতিবার) থেকে মাঠে নামছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার রাতে সিলেটের জেলা প্রশাসক (সিলেট ডিসি) ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‌'আগামীকাল (শুক্রবার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত জরুরী প্রয়োজন ব্যতিত কেউ ঘরের বাইরে বের হবেন না। সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনী মাঠে থাকবে।'

এরআগে গত সোমবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সেনাবাহিনী সদস্যরা জেলা ও বিভাগীয় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনা করবে। সেনাবাহিনী বিশেষ করে বিদেশফেরত ব্যক্তিদের কেউ নির্ধারিত কোয়ারেন্টিনে বাধ্যতামূলক সময় পালনে ত্রুটি বা অবহেলা করছে কি না, তা পর্যালোচনা করবে। জেলা ম্যাজিস্ট্রেটরা এ জন্য স্থানীয় সেনা কমান্ডারের কাছে সেনাবাহিনী কর্তৃক অবস্থা পর্যালোচনার জন্য আইন অনুসারে অনুরোধ জানাবেন।

আপনার মন্তব্য

আলোচিত