কানাইঘাট প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২০ ১৮:২৮

কানাইঘাটে করেনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন

সিলেটের কানাইঘাট উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে সংক্রমণবিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টায় একটি অ্যাম্বুলেন্স যোগে ওই যুবকের মরদেহ কানাইঘাটে এসে পৌছায়। তার বাড়ি কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে।

বিজ্ঞাপন

বিকাল ৪টায় নিজ গ্রাম বায়ুমপুর জামে মসজিদের কবরস্থানে তার দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট থানা পুলিশের এসআই আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির। কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার দাফন কমিটি দাফন সম্পন্ন করেন |

উল্লেখ্য, তিনি শুক্রবার রাতে ওই ব্যক্তিকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। সিলেটে আসার আগেই কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে স্যাম্পল ল্যাবে আছে। পরীক্ষার ফলাফল আজ রাত অথবা আগামীকাল পাওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত